গোবিন্দগঞ্জে মাদক দ্রব্যসহ হানিফ গাড়ীর ড্রাইভার,সুপার ভাইজার আটক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 31 August 2019

গোবিন্দগঞ্জে মাদক দ্রব্যসহ হানিফ গাড়ীর ড্রাইভার,সুপার ভাইজার আটক


একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ গাড়ি তল্লাশী করে মাদক দ্রব্যসহ গাড়ীর ড্রাইভার,সুপার ভাইজার ও হেলপার আটক।
শুক্রবার রাত ১১ টায় গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে  বিশেষ অভিযানে ১৯০ পিস ভারতীয় নিষিদ্ধ  ফেন্সিডিল, ও ৯০০ পিস প্যাথিডিনসহ হানিফ গাড়ির ৩ স্ট্যাফকে আটক করে। 
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মমিরুল এবং মামুন এর নেতৃত্বে দিনাজপুর হতে চট্টগ্রামগামী হানিফ বাস গোবিন্দগঞ্জ থানার সামনে আটকে তল্লাশি করে।

তল্লাসী চালিয়ে বাসের ভিতর বিশেষ কায়দায় ব্যাগে রাখা ১৯০ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ৯ শত পিস প্যাথেডিন জাতীয় এম্পল উদ্ধার করে।
আটককৃতরা হলেন গাড়ীর সুপারভাইজার  রবিউল ইসলাম(২৬) পিতা রেজাউল করিম সাং বিজুল বাজার থানাঃ বিরামপুর, বাসের হেলপার  শাহআলম (৩০) পিতা দারাজ উদ্দীন সাং নিম নগর বালুবারী থানা সদর উভয় জেলা দিনাজপুর, বাসের ড্রাইভার পলাশ সরকার (৩৫) পিতা পরেশ চন্দ্র সরকার সাং হাজরা থানা জেলা নাটোর।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন,হানিফ পরিবহনের আটককৃত  ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার চক্র দীর্ঘ দিন হতে সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।আটকদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages