স্বেচ্ছাসেবী সংস্থা `উপকূল ফাউন্ডেশন' এর লক্ষ্মীপুরের সকল কার্যক্রম পরিচালনার জন্য জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার ২৬ আগস্ট বিকেলে ঢাকায় সংগঠনের এক বিশেষ আলোচনা সভায় ফয়সাল মাহমুদকে আহবায়ক ও মো: আবু সুফিয়ান সৈকতকে সদস্য সচিব করে ২১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এছাড়াও যুগ্ন আহবায়ক হিসেবে রয়েছেন জি. এম. রিয়াদ হোসেন ভূইয়া (সদর), ফয়েজ আহমদ (সদর), ইউসুফ আলী (সদর), মাহমুব মেহেদী ( রায়পুর), মো: আব্দুল রাহত রনি (রামগতি), মো: জাবেদ হোসেনকে (রামগতি) ।
Add caption |
এ সময় উপকূল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সহকারি অধ্যাপক এম. আমীরুল হক পারভেজ চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ভৌগোলিক অবস্থানের কারণে দেশের ১৯টি জেলার ১৪৭টি উপজেলা প্রকৃতিগতভাবেই উপকূলে অবস্থিত।
দেশের এক-দশমাংশ এলাকা উপকূল, যার বিস্তৃতি ৭১০ কিলোমিটার। এখানে প্রায় চার কোটি মানুষের বসবাস। উপকূলের জীবন ও জীবিকার সাথে প্রকৃতি ওতপ্রোতভাবে জড়িত। উপকূল ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সমৃদ্ধ উপকূলে মুক্তির হাসি শ্লোগান নিয়ে কাজ করে আসছে। তিনি বলেন উপকূল অঞ্চলের বিদ্যমান সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনা অফুরন্ত। বাংলাদেশের ২৫ শতাংশ নাগরিক উপকূলে বসবাস করে যেমন, তেমনি জাতীয় অর্থনীতিতে জিডিপির কম-বেশী ২৫ শতাংশ অবদান উপকূলের। উপকূলের জীবন ও জীবিকার সাথে প্রকৃতির মেলবন্ধন উপকূলকে আরো ভাবিয়ে তোলে।
তিনি
আরো বলেন লক্ষ্মীপুর জেলা সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের ধারক। লক্ষ্মীপুরের
পশ্চিমে ভোলা, উত্তরে চাঁদপুর, পূর্বে নোয়াখালী এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরের নয়নাভিরাম সৌন্দর্য যে কোন মানুষের মনে দাগ কাটে গভীর ভাবে। এই জেলার নামের সাথে নারিকেল, সুপারী আর ধানের কথা বলা হলেও জেলাবাসী মেঘনা নদীর কথা পরিচিতির সাথে জুড়ে দিতে পছন্দ করে। ইলিশ এখন এ জেলাবাসীর একমাত্র গর্বের ঐতিহ্য। লক্ষ্মীপুরের প্রধান নদীগুলো হলো মেঘনা, ডাকাতিয়া, কাটাখালী, রহমতখালী ও ভুলুয়া।
উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরের নয়নাভিরাম সৌন্দর্য যে কোন মানুষের মনে দাগ কাটে গভীর ভাবে। এই জেলার নামের সাথে নারিকেল, সুপারী আর ধানের কথা বলা হলেও জেলাবাসী মেঘনা নদীর কথা পরিচিতির সাথে জুড়ে দিতে পছন্দ করে। ইলিশ এখন এ জেলাবাসীর একমাত্র গর্বের ঐতিহ্য। লক্ষ্মীপুরের প্রধান নদীগুলো হলো মেঘনা, ডাকাতিয়া, কাটাখালী, রহমতখালী ও ভুলুয়া।
এ
সময় আরও বক্তব্য রাখেন, লক্ষ্মীপুরের জি. এম. রিয়াদ হোসেন ভূইয়া (সদর),
ফয়সাল মাহমুদ (কমলনগর) মো: আবু সুফিয়ান (সদর), ইউসুফ আলী (সদর) সহ আরও অনেক
নেতৃবৃন্দ।
সভায় অন্যান্য বক্তারা আরও বলেন, রামগতি আলেকজেন্ডার বেড়ীবাধ, দালাল বাজার জমিদার বাড়ী, কামানখোলা জমিদার বাড়ী, তিতা খাঁ জামে মসজিদ, জ্বীনের মসজিদ, খোয়া সাগর দিঘী, মটকা মসজিদ, মজু চেীধুরী ঘাট, মতিরহাট ও মেঘনার বুকে ভাসমান চর, মজু চৌধুরীর হাট সুদৃশ্যমান সুইচগেট, রামগঞ্জের লক্ষ্মীধরপাড়া দিঘী, রামগতির প্যারাবন লক্ষ্মীপুর জেলায় পর্যটনের সুবিধা রয়েছে। সমৃৃৃৃদ্ধ উপকূূূূলে মুুুুক্তির হাসি উপকূূূল ফাউন্ডেশনের মূূল লক্ষ্য। বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএসএ
সভায় অন্যান্য বক্তারা আরও বলেন, রামগতি আলেকজেন্ডার বেড়ীবাধ, দালাল বাজার জমিদার বাড়ী, কামানখোলা জমিদার বাড়ী, তিতা খাঁ জামে মসজিদ, জ্বীনের মসজিদ, খোয়া সাগর দিঘী, মটকা মসজিদ, মজু চেীধুরী ঘাট, মতিরহাট ও মেঘনার বুকে ভাসমান চর, মজু চৌধুরীর হাট সুদৃশ্যমান সুইচগেট, রামগঞ্জের লক্ষ্মীধরপাড়া দিঘী, রামগতির প্যারাবন লক্ষ্মীপুর জেলায় পর্যটনের সুবিধা রয়েছে। সমৃৃৃৃদ্ধ উপকূূূূলে মুুুুক্তির হাসি উপকূূূল ফাউন্ডেশনের মূূল লক্ষ্য। বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment