শৈলকুপায় শিক্ষকের উপর হামলা! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 28 August 2019

শৈলকুপায় শিক্ষকের উপর হামলা!

একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহের শৈলকুপায় এক স্কুল শিক্ষকের উপর হামলা চালানো হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বন্দেখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী এ হামলার শিকার হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করেছে। এব্যাপারে শৈলকুপায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত হাসেম আলীর ভাতিজা রায়হান উদ্দিন জানান, তার চাচার বাড়ীতে লাগানো পেয়ারা গাছের ডালপালা সীমানা পেরিয়ে  প্রতিবেশি তাছের শেখের বাড়ীর সামান্য অংশে ছায়া করে আছে। সেকারণে তাছের শেখ তার ছেলে ও ভাতিজাদের দিয়ে হাসেম মাস্টারের উক্ত পেয়ারা ও মেহগনিসহ ছোট ছোট  কয়েকটি গাছ কেটে দেয়।
দুপুরে স্কুল বিরতি চলাকালীন নামাজের জন্য হাসেম মাস্টার বাড়ী পৌঁছে দেখেন প্রতিবেশীরা তার সীমানায় বেড়ে  ওঠা কয়েকটি গাছ কেটে দিয়েছে।
সে গাছ কাটার কারণ জানতে গেলে প্রতিবেশী  বিপুল শেখ,তাছের শেখ,শরিফুল ইসলাম ও মিরাজ তার উপর হামলা চালায়। এদিকে শিক্ষকের উপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাইল হোসেন জানান, তিনি মোবাইলে বিষয়টি জানতে পেরেছেন। আহত শিক্ষক হাসেম আলীকে চিকিৎসার জন্য ছুটি দেয়া হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, শিক্ষক হাসেম আলীর উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages