রাজশাহীর গোদাগাড়ীতে ইভটিজিংবিরোধী অভিযান শুরু। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 20 August 2019

রাজশাহীর গোদাগাড়ীতে ইভটিজিংবিরোধী অভিযান শুরু। একুশে মিডিয়া


ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
রাজশাহীর গোদাগাড়ীতে ইভটিজিং বিরোধী অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। এ জন্য উপজেলা প্রশাসন থেকে বিশেষ ভ্রাম্যমাণ আদালত গঠন করে পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে অভিযান শুরু করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতার বলেন, আজ সকাল থেকে ইভটিজিং বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়েছে। এটি অব্যাহত থাকবে। সাথে সাথে অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালনা, নিরিবিলি বসে গাঁজা বা মাদক সেবনের বিরুদ্ধে অভিযানও চলবে। যারা ইভটিজিং এর শিকার তারা ভয় না পেয়ে থানায়, উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করুন। আপনি প্রতিবাদ শুরু করলে আরো অনেকে সাহসী হবে। এসময় উঠতি বয়সী সন্তানদের সামলাতে অভিভাবকদের সজাগ থাকার কথাও বলেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক বলেন, সকালে স্কুল কলেজ খোলার সাথে সাথে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে আমরা অভিযান পরিচালনাকালে শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকদের সচেতন করে বলা হয়, কেউ যদি ইভটিজিং এর শিকার হয়, তবে আমাদের সাথে সাথে জানাবেন। এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচাজর্ (ওসি)র মোবাইল নাম্বার বড় অক্ষরে লিখে ব্যানার ঝুলানোর নিন্দেশ দেওয়া হয়েছে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages