জাহিরুল
মিলন, যশোর:>>>
যশোরের শার্শায় নসিমন উল্টে মজনু (৪৩) নামে
এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় অপর ব্যবসায়ী ইয়ানুর রহমান গুরুতর
আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে গরু নিয়ে শার্শার সাতমাইল গরুর হাটে যাবার সময় এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী মজনু শার্শা উপজেলার ধুপপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। আহত ইয়ানুর একই গ্রামের কুটে বিশ্বাসের ছেলে।
আহত
ইয়ানুরের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে নসিমনে করে দুইটি গরু
নিয়ে শার্শার সাতমাইল গরুর হাটে যাচ্ছিলেন। এ সময় নসিমনটি জামতলা এলাকার
জোহরা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে গরুর গাড়িটি উল্টে গেলে তারা দুইজনে
গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে
প্রেরণ করে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক সামস মজনুকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত ইয়ানুরকে হাসপাতালে ভর্তি করে নেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গরুর গাড়ি উল্টে গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment