মোঃ
জাকির হোসেন, জেলা প্রতিনিধি :>>>
ঢাকার দোহারে খালে গোসল করতে নেমে নিখোঁজ
হওয়া হ্নদয় (১৬) এর মরাদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার সোনার বাংলা খাল
থেকে হৃদয়ের মরাদেহ উদ্ধার করে স্থানীরা। হৃদয় দোহার উপজেলার কাজিরচর
গ্রামের মোঃ হানিফ এর ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঘটনা স্থান থেকে প্রায়
২ কিলোমিটার দুরে সোনার বাংলা খালে স্থানীয় জেলেরা একটি মরাদেহ ভাসতে দেখে
চিৎকার করলে স্থানীয়সহ হৃদয়ের স্বজনরা সেখানে ছুটে আসে।
স্বজন ও
এলাকাবাসীদের সহযোগিতায় হৃদয়ের মরদেহটি উদ্ধার করে। উল্যেক্ষ যে গত সোমবার
দুপুরে দোহার খালের কাজিরচর ব্রিজে নিচে গোসল করতে নেমে নিখোঁজ হন হ্নদয়।
স্থানীয় লোকজন ও ডুবুরিরা সারারাত চেষ্টা করেও হ্নদয়কে উদ্ধার করতে পারেনি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment