এম এ হাসান কুমিল্লা:>>>
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন এর বাসিন্দা কিডনি রোগে আক্রান্ত হত দরিদ্র রিক্সা চালক জামাল বাঁচতে চায়। সমাজের বৃত্ত শালী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সাহায্য নিয়ে আবারো রিক্সা চালাতে চায় হত দরিদ্র ৩ সন্তানের জনক জামাল হোসেন।উল্লেখ্য কিডনি রোগে আক্রান্ত রিকসা চালাক মো জামাল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মৃত আমির হোসেনের তৃতীয় ছেলে।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন এর বাসিন্দা কিডনি রোগে আক্রান্ত হত দরিদ্র রিক্সা চালক জামাল বাঁচতে চায়। সমাজের বৃত্ত শালী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সাহায্য নিয়ে আবারো রিক্সা চালাতে চায় হত দরিদ্র ৩ সন্তানের জনক জামাল হোসেন।উল্লেখ্য কিডনি রোগে আক্রান্ত রিকসা চালাক মো জামাল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মৃত আমির হোসেনের তৃতীয় ছেলে।
পরিবারের সুখের কথা চিন্তা করে
জীবিকার টানে রিকশা চালিয়ে জীবিকা র্নিবাহ করতো।কিন্তু পরিবারের মুখে হাসি
ফোটানো জামাল আজ হাসপাতালের বিছানায় পড়ে আছেন। শরীরে তেমন কোনো সমস্যা ছিল
না। মাঝে মাঝে পেটে ব্যথা অনুভব করলেও সামান্য ঔষধে সেরে যেত। কিন্তু
সামান্য এই ব্যথা আজকে জামালের কাল হয়ে দাঁড়িয়েছে।ব্যথা ক্রমশ বাড়ছে দেখে
মেডিকেল চেকআপ করানোর পর ধরা পড়ে, তিনি অনেকদিন ধরে কিডনি রোগ বাসা
বেঁধেছে। তার ২টি কিডনিই অচল প্রায়। এ অবস্থায় চিকিৎসার জন্য তাকে রিকসা
চালাও চেরে দিতে হয়েছে। আচল হয়ে পড়েছে জামালের শারীরিক অবস্থা এবং পরিবার।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে জামালের
চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা।
অভাব অনটনের সংসারে যা
জোগাড় করে পাশে এগিয়ে আসলেও, এতোগুলো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না বলে
জানান তার পরিবার।অভাব অনটনের সংসারে যা জোগাড় করা সম্ভব নয়। এলাকার
দানবীর,বিত্বশালী, বন্ধুবান্ধব সহকর্মীরা পাশে এগিয়ে আসলে এ টাকা জোগাড় করে
জামালের চিকিৎসা করলে জামাল নতুন করে বাঁচতে পারবে।
আর্থিক সাহায্য পাঠানো মাধ্যম,
বিকাশ ০১৮৬৪-২১২১৩১
মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক শুভপুর ইউনিয়ন কাদৈর শাখা,০০৭৫০৩১০০১৩৬১৬
আর্থিক সাহায্য পাঠানো মাধ্যম,
বিকাশ ০১৮৬৪-২১২১৩১
মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক শুভপুর ইউনিয়ন কাদৈর শাখা,০০৭৫০৩১০০১৩৬১৬
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment