ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
রাজশাহীর বাঘা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাঘার সীমান্ত পিলার ৭৮/৫-এস থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকায় এই পতাকা বৈঠক হয়।বিজিবির রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এবং ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এই বৈঠকে অবৈধ সীমান্ত পারাপার, নারী ও শিশু পাচার, সীমান্ত হত্যা-নির্যাতন, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, চামড়া পাচার প্রতিরোধ এবং অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ বন্ধের ব্যাপারে আলোচনা হয়।
রাজশাহীর বাঘা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাঘার সীমান্ত পিলার ৭৮/৫-এস থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকায় এই পতাকা বৈঠক হয়।বিজিবির রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এবং ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এই বৈঠকে অবৈধ সীমান্ত পারাপার, নারী ও শিশু পাচার, সীমান্ত হত্যা-নির্যাতন, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, চামড়া পাচার প্রতিরোধ এবং অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ বন্ধের ব্যাপারে আলোচনা হয়।
বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ। আর বিএসএফ’র পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের কমাড্যান্ট রতিকান্ত ঠাকুর।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment