একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক- রিনা রহমান
তেমন কিছুই তো চাইনি ‘কবিতা’
তোমার চোখে চোখ রাখলে আমার হৃদয়ে যে তুফান ছুটে
সেই সুনামী তে ভেসে যেতে চেয়েছি......
তোমার হাসিতে যে মুক্তো ঝরে
সেই মুক্তো গুলোতে মালা গাঁথতে চেয়েছি........
তেমন কিছুইতো চাইনি____
তোমার হৃদয়ে যে সমুদ্রের ঢেউ
সে এসে মিশুক আমার এক আকাশ ভালবাসাতে।
দেখেছো তো দিক চক্রবাল আকাশ মিশে যাই সাগরে।
আমিও সেখানে যেতে চেয়েছি
তোমার সাথে।
তেমন কিছুই তো চাইনি_______
চাইলে করে দিতে পারি
মরুভূমি কে শস্যশ্যামল
তুমি আমি মিলে......
তোমাকে ছাড়াতো কিছুই পারবোনা"""""
তুমি দু,পা বাড়িয়ে দাও
আমাকে ভরসা করে শুধু একটু সাহস করো......
চেয়েছি তোমার সাথে পথ চলবো
তেমন কিছুই তো চাইনি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment