পঞ্চগড় আটোয়ারী তে ৪ দিন ব্যেপী বৃক্ষ মেলা উদ্বোধন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 26 August 2019

পঞ্চগড় আটোয়ারী তে ৪ দিন ব্যেপী বৃক্ষ মেলা উদ্বোধন


একুশে মিডিয়া, আটোয়ারী প্রতিনিধি:>>>
পঞ্চগড়ে আটোয়ারীতে এক বৃক্ষ মেলা উদ্বোধন আনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট, সোমবার দুপুরে “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ ৪ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা ২০১৯ইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আটোয়ারী উপজেলা প্রশাষন ও কৃষি অফিসের উদ্দেগে আটোয়ারী উপজেলা পরিষদের চত্বরে মেলা শুরু হয়।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান,মাননীয় সংসদ সদস্য পঞ্চগড় -১ বিশেষ অতিথি জনাব মোঃ তৌহিদুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ আটোয়ারী, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম।
স্বাগত বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা কৃষি অফিসার মোঃ অাব্দুল্লাহ অাল মামুন। উদ্বোধনের আগে মেলা থেকে একটি র্ ্যলী বের হয় ৷ রেলি টি আটোয়ারী উপজেলা প্রধান সড়ক পদক্ষিন করে।

রেলী তে স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে একটা করে পেয়ারা গাছ দেওয়া হয়। রেলী সেষে বেলুন উড়িয়ে মেলা উদ্বোদন করেন জনাব আলহাজ্ব মো: মোজাহারুল হক প্রধান ৷ মেলায় সভাপতিত্ব করেন জনাব সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা নির্বাহী অফিসার (অঃদঃ)অাটোয়ারী পঞ্চগড় ।
সবুজের সমারোহ করতে, পরিবেশ ভারসাম্য রক্ষা, অক্সিজেনের ঘাটতি পুরন, ফলে ফুলে ভরে যাক গোটা উপজেলার ইউনিয়নের। সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার সামসুল আলম বাবুল।
অতিথি বৃন্দ আরো বলেন বৃক্ষ মেলা থেকে গাছ ক্রয় করে গাছ লাগানোর জন্য সকলকে আহ্ববান করেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages