নিতিশ চন্দ্র বর্মন নিরব, পঞ্চগড় জেলা প্রতিনিধি:>>>
লুটপাট, সম্পদ পাচার, নারী নির্যাতন বেপরোয়া, হত্যাকান্ড, উম্মুক্ত গণপিটুনী প্রতিরোধে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জেগে উঠুন’ শ্লোগান নিয়ে গণজাগরণ দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা।
শনিবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ জাসদ জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন।
সমাবেশে সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সদর উপজেলা সভাপতি শামুস কিবরিয়া প্রধান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, শ্রমিক জোটের আহবায়ক নায়বুল ইসলাস, মফিদার রহমান মঞ্জু, যুবজোটের সভাপতি সাজ্জাদ আলম ভুট্টো বক্তব্য দেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে শতাধিক নেতাকর্মী অংশ নেয়।বক্তারা বিদ্যমান রাজনৈতিক, সামাজিক-অর্থনৈতিক নৈরাজ্য, লুটপাট, নিরাপত্তাহীনতা ও অবিচারের বিরুদ্ধে জাগ্রত হওয়ার আহবান জানান।
পঞ্চগড়ের মেয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশেনের পরিত্যক্ত বগিতে আসমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশে।
প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এ সমাবেশে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment