মোঃ
জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে ভ্রাম্যমাণ আদালত অভিযান
চালিয়ে মোটরসাইকেল চালকদের অর্থদণ্ড ও মামলা করেছে। উপজেলার বাশতলা মোড়ে এ
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি
বিকাশ চন্দ্র। রবিবার দুপুরে সহকারি কমিশনা (ভুমি) জ্যোতি বিকাশ চন্দ্রের
নেতৃত্বে উপজেলার বাশতলা মোড়ে ভ্রাম্যণ আদালত অভিযান পরিচালনা কয়েকজন
মোটরবাইক চালককে আটক করে। পরে তাদের অর্থদণ্ড ও দোহার থানায় মামলা রুজু
করেন।
এ
বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র
বলেন, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৭,১৩৮,১৪১,১৪২ ধারার বিধানমতে, হেলমেট,
ড্রাইভিং লাইসেন্স, অপ্রাপ্ত বয়সের চালক, ওভার স্পিড এ ড্রাইভ ও তিন জন করে
বিপদজনক ভাবে মোটর সাইকেল রাস্তায় চালানোর অপরাধে ১২টি মামলা এবং ২৭৫০
টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ সময় তাদেরকে সতর্ক নির্দেশ প্রদান করা হয়।
ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment