![]() |
একুশে মিডিয়া, জয়পুরহাট রিপোর্ট
জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকায় ট্রাকের চাপায় তাসনিমুল হাসান নামে এক
স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়েছে
পুলিশ।
বুধবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। তাসনিমুল হাসান জয়পুরহাট শহরের
আদর্শপাড়া মহল্লার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে। সে খঞ্জনপুর উচ্চ
বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) রাইহান হোসেন জানান, সকালে তাসনিমুল
হাসান মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে সার বোঝাই একটি ট্রাক পেছন
থেকে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
এদিকে, এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করে রাস্তায় নেমে এলে
প্রায় আধা ঘণ্টা জয়পুরহাট-ধামইরহাট সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ
প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা বিক্ষোভ তুলে নেয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment