ভারতে জেল খেটে দুই কিশোরী বাংলাদেশে ফিরল - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 28 August 2019

ভারতে জেল খেটে দুই কিশোরী বাংলাদেশে ফিরল


জাহিরুল মিলন, যশোর:>>>
ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধ পথে ভারতে পাচার হওয়ার পর  জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল বাংলাদেশি দুই কিশোরী।
আজ বুধবার (২৮ আগষ্ট) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করেন। এ সময় ভারতীয় বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
ভারত থেকে বাংলাদেশে ফেরত আসা কিশোরীরা হলো যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রশিদের মেয়ে সাগরিকা ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বেনীডাঙ্গা গ্রামের হেলাল মাতব্বরের মেয়ে লামিয়া।
জানতে চাইলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি (তদন্ত) মাসুম বিল্লাহ বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে দুই বছর আগে তারা ভারতে পাচার হয়। কলকাতা পুলিশের হাতে আটক হলে তাদের আদালতে পাঠানো হয়। আদালত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের দুই বছরের সাজা প্রদান করেন। সেখান থেকে কলকতার ‘সুকন্যা’ নামের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে। তারপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় এক পর্যায় বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যমে আজ বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠায় বাংলাদেশে। তাদেরকে মহিলা সমিতির কাছে তুলে দেওয়া হয়েছে।
যশোর মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাছিমা খাতুন বলেন, ফেরত আসা দুই কিশোরীকে ইমিগ্রেশন ও পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষ করে যশোরে তাদের তত্ত্বাবধানে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে তারপর তাদের হাতে তুলে দেওয়া হবে।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages