বাঁশখালীতে আওয়ামীলীগের গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশে এমপি মোস্তাফিজ আওয়ামীলীগকে নেতৃত্বশূণ্য করতে গ্রেনেড হামলা করেছিল। ছবি: একুশে মিডিয়া |
শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ:>>>
২১ আগষ্টের গ্রেনেড হামলার প্রতিবাদে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ ও স্মরণ সভা চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ সম্পর্কীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব সেলিমুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট বদরুদ্দীন চৌধুরী।
উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মাস্টার শামশুল আলম ছিদ্দিকী, এসএম মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আওয়ামীলীগ নেত্রী রয়ান জন্নাত, ছাদুর রশীদ, এডভোকেট তোফাইল বিন হোসাইন, মো. হামিদ উল্লাহ, মাওলানা আক্তার হোসাইন, মাস্টার মো. আজিজ, মিজান সিকদার প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ২১ আগষ্টের গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামীলীগকে নেতৃত্বশূণ্য করতে চেয়েছিল।
কিন্তু হামলাকারীরা সফলকামী হতে পারে নাই। স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপি ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল হাওয়া ভবনে। মুফতি হান্নানের স্বীকারোক্তি মোতাবেক তারেক জিয়া, স্বরাষ্ট্র লুৎফুর জামান বাবর ও আলী আহসান মুজাহিদরা বৈঠক করে এই হামলার পরিকল্পনা করে। কিন্তু তাদের এই পরিকল্পনা সফল হয় নাই। বর্তমানে স্বাধীনতা বিরোধী সেই চক্র বিভিন্ন অপকর্ম চালিয়ে প্রধানমন্ত্রী ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। সেদিন প্রধানমন্ত্রী বেঁচে না থাকলে আজ বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক অর্জন গুলো ভেস্তে যেত।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment