যশোরের বেনাপোলে ইয়াবাসহ স্বামী -স্ত্রী আটক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 28 August 2019

যশোরের বেনাপোলে ইয়াবাসহ স্বামী -স্ত্রী আটক




জাহিরুল মিলন, যশোর:>>>

যশোরের বেনাপোলের বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বুধবার (২৮ আগষ্ট) সকালে বেনাপোলের বালুন্ডা গ্রামের এক রান্নাঘর থেকে এই মাদক উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন বেনাপোলের বালুন্ডা গ্রামের কোরবান আলীর ছেলে হাসান (৩৫) এবং হাসান আলীর স্ত্রী তানজিলা বেগম ( ৩০)।
তথ্যসূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের বসতবাড়ির রান্নাঘর থেকে ( ৬ হাজার ৪ শত) ইয়াবা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়। জানা যায়, তারা পরস্পরের স্বামী-স্ত্রী।
এই বিষয়ে বেনাপোল পোর্ট থানার (ওসি তদন্ত) মোঃ আলমগীর কবীর জানান, বুধবার সকালে ( ৬ হাজার ৪ শত) ইয়াবাসহ বালুন্ডা গ্রাম থেকে এক দম্পতিকে আটক করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারী দম্পতি জানিয়েছে তারা বেনাপোল থেকে ইয়াবা গুলো বাইরে পাচারের জন্য নিয়ে এসেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages