বেনাপোল পোর্ট থানার স্বরবানহুদা গ্রামের
বালির স্তুপ থেকে ৬ কেজি গাজা সহ সাইফুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক
করেছে পুলিশ।
সোমবার (২৬ আগষ্ট) বিকালে সাইফুলের বাড়ি স্বরবানহুদা গ্রাম থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
সাইফুল বেনাপোল পোর্ট থানার স্বরবানহুদা গ্রামের তক্কেল মোড়লের ছেলে।
বেনাপোল
পোর্ট থানার এসআই পিন্টুলাল বলেন গোপন সংবাদের ভিত্তিতে স্বরবানহুদা
গ্রামের সাইফুলের বাড়ি তল্লাশি করে বাড়ির বালির স্তুপের মধ্য থেকে
তিনটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। যার ওজন ৬ কেজি।
বেনাপোল
পোর্ট থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামিকে আগামিকাল যশোর আদালতে পাঠানো হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment