আল আমিন মুন্সী:>>>
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলা পাড়া গ্রামে নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির ভিমরুলের কামড়ে মৃত্যু হয়েছে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
সোমবার রাতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলামের মৃত্যু হয়।স্থানীয়রা জানায়, সোমবার সকালে বাড়ির পাশে একটি তাল গাছের পাতা কাটতে যান নুরুল ইসলাম।
এসময় ভিমরুলের কামড়ের শিকার হন তিনি। পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদ জানান, নুরুল ইসলামের মাথা ও মুখে ভিমরুলের একাধিক কামড়ের চিহ্ন ছিল।
কামড়ের কারণে মুখ রক্তাক্ত হয়ে যায়। এতে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে মৃত্যু হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment