আর্তনাদ: নাজনীন চৌধুরী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 27 August 2019

আর্তনাদ: নাজনীন চৌধুরী


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক- নাজনীন চৌধুরী:
আর্তনাদ,
সন্তান কাঁদে মায়ের জঠর থেকে এসে পৃথিবীর বুকে মা তখন হাজার কষ্টে নিজেকে বিজয়ী ভাবে আমি পেরেছি,
দেখেছি পাষাণ্ডের অট্টহাসি মায়ের গগনবিদারী আর্তনাদ দেখেছি পাঁজর ভাঙা হাহাকার দেখেছি সামিয়ার মার চৌচির জলের ধারা তুবার মা হারানোর অবুঝ আকুলতা, 
বন্ধু প্রতিম কাটা তারে ফেলানীর আবেগ মিশেল ঘৃণিত অক্ষিকোটরে রক্তের শুকনো দাগ মনে করিয়ে দেয় বারবার ক্ষমতার নগ্ন বহিঃপ্রকাশ দেখেছি অসহায়ের গুমরে মরা চাপা ব্যথা,
ধর্ষণের বীজে তৈরী গোলাপের ঠাঁই মিলেছে ভাগাড়ে নয়তো গণিকালয় শকুনেরা হাজার মাইল দুরে থেকে মাংসের ঘ্রাণ শুঁকে জমায়েত হয় বলি দেয়া পথে,
মা কাঁদে হেরে যাওয়ার কষ্টে হৃদয় তাপের ভাপে ত্যাগীরে করেছিলাম প্রত্যাশা নির্লোভেরে চেয়েছিলাম আগুয়ান,
ছিটকে পড়া কন্ঠনালী রঞ্জিত করে মাতৃভূমি মা,
তুমি হেরে গেছো বাহান্নর কাছে হেরে গেছো ত্রিশ লক্ষ রক্তের কাছে, তোমার মানচিত্র ঝুলছে রুদ্ধ কারাগারে.........



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages