"শিক্ষা" :জাহিরুল মিলন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 29 August 2019

"শিক্ষা" :জাহিরুল মিলন


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-সাংবাদিক জাহিরুল মিলন:

ছাত্রজীবন সার্থক তোমার
পুস্তক করো পাঠ্য,
জীবন গড়ো সহজ সরল
করোনা কভূ নাট্য।

এখানেই তুমি পাবে খুঁজে
জীবন গড়ার সূতিকাগার,
জ্ঞান-বিজ্ঞানে বিজ্ঞ হতে
খুঁজো তুমি পাঠাগার।

শিক্ষক তোমার মহান গুরু
অসন্মান করোনা তাকে,
জ্ঞানশুন্য পথিক তুমি
জীবন নদীর বাঁকে।

পিতা-মাতা পরম ধন
আগলে রাখা তোমার কর্ম,
অযত্নে ইহকাল-পরকাল শেষ
হারাবে তোমার ধর্ম।

বড়কে সন্মান; ছোটকে স্নেহ
জীবন থেকে শেখো,
ছাত্রজীবনে পড়ালেখা শুধু
এটিই মনে রেখো।

সৎকর্মে তুমি পাবে সুখ 
অসৎ এ কষ্ট বহু,
অসৎ পথ ছেড়ে দিয়ো
সতেজ করতে রুহু।

সদা সত্য বলো
মিথ্যাকে ফেলো ছুড়ে,
সকলের মঙ্গল কামনা
থাকুক হৃদয় জুড়ে।

উপকার করো, করোনা ক্ষতি
করোনা কারো হেলা,
পরের ক্ষতিতে কাঁদে যেন হিয়া
মনে লাগে যেন জ্বালা।

আলোর পথ দেখাবে তুমি
ধরবে জাতির হাল,
সঠিক পথের দিশা খুঁজো
হয়োনা কভু বেশামাল।

তোমার পানে চেয়ে জাতি
তুমিই দেশের প্রাণ,
মহান মানব হয়ে তুমি
রেখো জাতির মান।

এমন কর্ম করিও ভবে
থাকিও ভালোর সনে,
করিবে হাহাকার তোমার বিদায়ে
রাখিবে সকলে মনে।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages