রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহ
বিসিক শিল্প নগরীতে জামান জুট ডাইভারসড মিলে মেশিনে হাত কাটা পড়ে হিলু
মন্ডল (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৭
টার দিকে এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আফজাল মন্ডলের
ছেলে এবং মিলের নিয়মিত শ্রমিক।
জানা যায়, সকালে হিলু
মন্ডল এয়ার মেশিন পরিষ্কার করছিল। মেশিন চালু অবস্থায় হাওয়া দিতে গেলে সে
বাম দিকে পড়ে যায়।
এ সময় তার বাম হাত মেশিনের মধ্যে ঢুকে গেলে গুরুতর আহত
অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে
চিকিৎসাধীন অবস্থা সকাল ৯ টার দিকে মারা যায়।
নিহতের সঙ্গে আসা শ্রমিকরা
অভিযোগ করেন, মিলটিতে তেমন কোনো সেফটির ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। ফলে আজ
এমন ঘটনা ঘটলো। সব সময় আমাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। ঝিনাইদহ সদর থানার
ওসি মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment