ভোলার বোরহানউদ্দিন উপজেলার: নিখোঁজ শিশু (যুবায়ের)'র সন্ধান চায় পরিবার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 20 August 2019

ভোলার বোরহানউদ্দিন উপজেলার: নিখোঁজ শিশু (যুবায়ের)'র সন্ধান চায় পরিবার


এম.হাসনাইন আহমেদ হাওলাদার, একুশে মিডিয়া, বোরহানউদ্দিন, (ভোলা) প্রতিনিধি:>>>
দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোঃ যুবায়ের নামের (১৩) বছরের এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পরিবার।নিখোঁজ যুবায়ের উপজেলার হাসান নগর ইউনিয়নের, কাজিরহাট বাজারের পূর্ব রোড সংলগ্ন মহাজন বাড়ীর পিছনের রাজমিস্ত্রী মহিউদ্দিনের ছেলে।
সে কাজিরহাট বাজারের কুয়েত মসজিদ সংলগ্ন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার হিফয বিভাগের ছাত্র।পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল (১৯ আগস্ট) সোমবার বিকালে যুবায়ের নিজ বাসা থেকে বের হয়। পরে সে আর বাড়ি ফেরেনি, অর্থাৎ (নিখোঁজ হয়)।
নিখোঁজ হবার সময় তার গায়ে ছিল টিয়া রঙের গেঞ্জি ও পরনে ছিল লুঙ্গি। তার গায়ের রঙ শ্যামলা।আত্মীয়স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও যুবায়ের'কে না পাওয়ায়, বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়ে শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে (০১৭৪৩-১৪১ ৭৪৫) নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো, নিখোঁজের পরিবার চিরকৃতজ্ঞ থাকবে। 




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages