এম এ হাসান, কুমিল্লা:>>>
নাঙ্গলকোটে বিদ্যালয় ছাত্রীদের ইভটিজিং করার প্রতিবাদ করায় ম্যানেজিং কমিটির সদস্যদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে (২১ আগষ্ট) বুধবার রায়কোট মডেল উচ্চ বিদ্যালয় ও রায়কোট সরকারি নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মাহিনী তালতলা- চৌদ্দগ্রাম সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
নাঙ্গলকোটে বিদ্যালয় ছাত্রীদের ইভটিজিং করার প্রতিবাদ করায় ম্যানেজিং কমিটির সদস্যদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে (২১ আগষ্ট) বুধবার রায়কোট মডেল উচ্চ বিদ্যালয় ও রায়কোট সরকারি নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মাহিনী তালতলা- চৌদ্দগ্রাম সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে এ হামলার বিচারের দাবীতে
মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক
চেয়ারম্যান রুহুল আমিন মোল্লা, সদস্য ফিরোজ আহমেদ, আবদুল কাদির, এ এম এম
নাছির উদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক আবু ইউসুফ, প্রধান শিক্ষক নাছির
উদ্দিন, মাস্টার সানজিদা জাহান, নাজমুল হাসান, বাহার হাজারী প্রমুখ।
বক্তারা বলেন, গত ২২জুলাই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বিদ্যালয়ে আসার পথে
তাদেরকে উত্তর মাহিনী গ্রামের লিটন হাজারী, জাকের হাজারী ও মহসিন ইভটিজিং
করে।
এনিয়ে প্রতিবাদ করলে রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য এ এম এম
নাছির উদ্দিন মোল্লা ও রিগান হাজারীকে মারধর করে। এব্যাপারে বিদ্যালয়
প্রধান শিক্ষক আবু ইউসুছ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment