মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>
চট্টগ্রামের বাঁশখালীতে একযোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ আগষ্ট) উপজেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়।
চট্টগ্রামের বাঁশখালীতে একযোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ আগষ্ট) উপজেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ইয়াছমিন পারভিন তিবরীজি। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ।
এ উপলক্ষ্যে উপজেলার পুকুরিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ইয়াছমিন পারভিন তিবরীজি বলেন, দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপন অতীব জরুরী।
বর্তমান সরকার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনকে গুরুত্ব সহকারে নিয়েছে। সেই লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment