রাজশাহী
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রস্তুতি চলছে।
এরই ধারাবাহিকতায় শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা
করেছে রাকসু সংলাপ কমিটি।
বুধবার রাত ৮টায় হলের টিভি রুমে এই সংলাপ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাকসু সংলাপ কমিটির সভাপতি অধ্যাপক লুৎফর রহমান।
সংলাপে
রাকসু নির্বাচনের প্রস্তুতি, পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত
করেন।
সংলাপে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের অপশক্তিদের নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ
সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান আবাসিক হলের প্রাধ্যক্ষ সহযোগী
অধ্যাপক ড. রেজাউল করিম বকশি, আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক মো. ফারুক
হোসেন, এ.কে.এম কনক পারভেস, সহকারি প্রক্টর আবু সাঈদ মো. নাজমুল হায়দার,
রাকসুর কোষাধ্যক্ষ ড. আবুল কালাম আজাদসহ হলের শতাধিক শিক্ষার্থী।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment