সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদা তা:>>>
জয়পুরহাটের
পাঁচবিবিতে শুক্রবার পৌর এলাকার দানেজপুর দানেজিয়া নৈশ মক্তব ও ওয়াক্তিয়া
মসজিদে দেড় লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন জেলা পরিষদের
চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
এ
সময় উপস্থিত ছিলেন মক্তব ও ওয়াক্তিয়া মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা পৌর
কাউন্সিলর কামাল আকন্দ,পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক আহসান হাবিব, সাধারণ
সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মানিক আকন্দ,সহ সভাপতি রেজাউল আকন্দ,সহ
সাধারণ সম্পাদক আব্দুর রাহাত রনি,কোষাধ্যক্ষ আলহাজ্ব আইয়ুব আলী , সহ
কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম মন্ডল,সদস্য জিহাদ মন্ডল,সদস্য রফিক
প্রামানিক,রোমেল মন্ডল,আবেদ আলী,আবু সামা সহ আরো অনেকে।
জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট দানেজপুর দানেজিয়া নৈশ মক্তবের নির্মানাধীন দ্বিতল ভবন পরিদর্শন করেন।
No comments:
Post a Comment