একুশে মিডিয়া, কুতুবদিয়া প্রতিনিধি:>>>
কুতুবদিয়ায়
সদ্য নবনির্বাচিত বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন কে ওই
ইউনিয়নের ইউপি সদস্যগণ কক্সবাজার হোটেল সৈকত ছোটন চেয়ারম্যানের ব্যক্তিগত
ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসক মো:
কামাল হোসেন বিভিন্ন উপজেলার ৩ ইউপি ও ইউপি সদস্যগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন
করলে ৪সেপ্টেম্বর বড়ঘোপ ইউপি সদস্যগণ তাদের ইউনিয়নের নব চেয়ারম্যান ছোটন
কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সূত্র গত ২৫জুলাই ওই ইউনিয়নের উপ নির্বাচন
অনুষ্ঠিত এবং ১৮ আগস্ট গেজেট প্রকাশ হয়।
এসময় তাদের ভালবাসায় সিক্ত হয়ে
ছোটন চেয়ারম্যান বলেন, নির্বাচনী এলাকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী
মুরালিয়া গ্রামে সাগরের জোয়ারের পানি টেকাতে বেড়িবাঁধ ভাঙ্গন এলাকা বাধা
হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আজমকলেনী গ্রামে বিশুদ্ধ পানির ব্যবস্থার
কার্যক্রম শুরু করা হবে এবং ৬ মাসের মধ্যে দক্ষিণ আমজাখালী জেটিঘাটের
ব্যবস্থা করা হবে।
এছাড়াও অবহেলিত ৯ টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা-ঘাট, বিচার
ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কৃষি, চিকিৎসা সেবা, মসজিদ- মন্দির, ক্রিড়ার
সাধ্য মত উন্নয়নের কাজ করবেন বলে জানান। তিনি বড়ঘোপের উন্নয়নে সর্বস্থরের
জনগণের কাছে দোয়া কামনা করেন।
ইউপি সদস্যরা হলেন- লাইলা বেগম, শারমিন
আকতার, শাহানা বেগম, মাহবুব আলম, জিয়াউল হক জিয়া, নাছির উদ্দিন, আশরাফ আলী,
মো: নাছির উদ্দিন, রেজাউল করিম ও সেক্রেটারি মো মাসুদ।
এসময় জাতীয় পার্টি
কুতুবদিয়া উপজেলা সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মোনাফ ও উপজেলা জাতীয়
ছাত্র সমাজের সভাপতি মো: মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment