কোমলমতি শিক্ষার্থীদের আসল শিক্ষক হচ্ছেন মা, বাঁশখালীতে জেলা প্রশাসক: ইলিয়াস হোসেন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 14 September 2019

কোমলমতি শিক্ষার্থীদের আসল শিক্ষক হচ্ছেন মা, বাঁশখালীতে জেলা প্রশাসক: ইলিয়াস হোসেন


মোহাম্মদ ছৈয়দুল আলম:>>> 
প্রাথমিক শিক্ষা হচ্ছে মূল শিক্ষার মাপকাটি। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারেনা। কোমলমতি শিক্ষার্থীদের আসল শিক্ষক হচ্ছেন তার মা। মা’ই পারেন তার শিশুকে সম্ভাবনাময়ী উজ্জল ভবিষৎ গড়ে দিতে। এসব কথা বলেছেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মাদ ইলিয়াস হোসেন।
আজ শনিবার ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মানসন্মত শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয় হতে ঝরে পড়া রোধকল্পে অভিভাবক সমাবেশ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসক বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেছেন, আপনার সন্তান জিপিএ পেয়েছে কিনা, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে কিনা  এসব দেখবেন না। অল্প বয়স থেকেই প্রতিটি শিশুকে নৈতিকতা শিক্ষা দিন।অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনার সন্তান কি করছে লেখাপড়া ঠিকমতো করছে কিনা, কোথায় যাচ্ছে তা দেখার দায়িত্ব আপনার। শিক্ষকদের উপর ভরসা করে বসে থাকলে চলবেনা। শিক্ষকদের পাশাপাশি আপনাকেও শিক্ষকের দায়িত্ব পালন করতে হবে। টাকার অভাবে কোনো সন্তানের পড়ালেখা যেন বন্ধ না হয় সেদিকে মায়েদের নজর দিতে হবে। আপনাদের ছেলেমেয়েদের অদূর ভবিষ্যৎ আপনাদের হাতে। তবে এসব ক্ষেত্রে মায়ের ভূমিকায় অপরিসীম। এ প্রাথমিক শিক্ষাটাই হচ্ছে মূল। একজন প্রকৃত মা-ই পারেন তার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে।শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ার ফাঁকে ‘মিড ডে মিল’ প্রদান একটি আধুনিক ধারণা। এর ফলে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয় এবং পড়ালেখায় আগ্রহী হয়ে উঠে। এতে শিক্ষার হার বাড়ে। সবার সহযোগিতা পেলে সব উপজেলায় প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য শিগগির ‘মিড ডে মিল’ চালু করবে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোমেনা আক্তারের সভাপতিত্বে ও পালেগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলী দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল উদ্দীন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অথিতি বিভিন্ন স্কুলের ১০০ জন গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ এক হাজার টাকা উপবৃত্তি ও ১০০ শিক্ষির্থীদের মাঝে ব্যাগ বিতরণ করেন।পরে পাশ্বর্বতী পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক ডিজিটাল শ্রেণি উদ্বোধন শেষ উত্তর নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিন শেড ভবনের স্কুল উদ্ভোধন করেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages