কালীগঞ্জে চিরকুট লিখে তিন সন্তানের জননীর আত্মহত্যা! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 9 September 2019

কালীগঞ্জে চিরকুট লিখে তিন সন্তানের জননীর আত্মহত্যা!


একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহের কালীগঞ্জে চিরকুট লিখে তিন সন্তানের জননী নীলা খাতুন (২৬) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।=
রোববার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাপালী কুঠিপাড়ার ভাড়া বাড়িতে গৃহবধু আত্মহত্যা করে।=
নিহত গৃহবধু নীলা খাতুন উপজেলার চেউনিয়া গ্রামের শামিরুল ইসলামের স্ত্রী। নিহতের স্বামী শহরের একটি হোটেলে কাজ করে।=
তাদের নিলয়-নিরব নামের দেড় বছরের যমজ দুটি ছেলে ও ৬ বছরের শামীমা নামের একটি মেয়ে আছে।=
নিহত গৃহবধুর দুলাভাই নয়ন হোসেন জানান, রাতে খবর পেয়ে চাপালী আসি। এসে দেখি নীলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আসার পর নীলার মেয়ে শামীমা আমাকে দুটি কাগজ ধরিয়ে দেয়। শামীমা আমাকে জানায়, দুপুরের দিকে মা এই কাগজে লিখেছে।=
নীলা আত্মহত্যা করার সময় পাশের ঘরেই তার স্বামী শুয়ে ছিল। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তিনি কিছু জানেন না।চিরকুটে লেখা আছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিলাম। কেউ আমার স্বামীকে দোষ দিও না। মা তোমরা কেউ বাদী হয়ও না। এটা আমার অনুরোধ রইল।=
নীলা।কালীগঞ্জ থানার ওসি মোঃ ইউনুচ আলী জানান, গৃহবধু নীলা আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছি।=
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ=

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages