একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধা
সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে ভাতগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ ভাবে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে ।
অভিযোগ
সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলা সাদুল্যাপুর থানাধীন ভাতগ্রাম বালিকা
উচ্চ বিদ্যালয়ের মাঠের পূর্ব পার্শে রক্ষার্থে মেহগনি,ইউক্লিপটার্স ও
বিভিন্ন প্রজাতির গাছ লাগায়। উক্ত গাছ গুলি ক্রমাগত ভাবে বড় হয়।
পূর্বে
বিদ্যায়ের প্রধান শিক্ষক সাহাদুল ইসলাম ওরফে সাজু মিয়া বিদ্যালয়ের ৩০/৩৫ টি
লম্বু গাছ বিক্রি করে,যাহার অনুমান মুল্য ৭০,০০০/= টাকা । প্রধান শিক্ষক
কিছুদিন পূর্বে বিদ্যালয়ের ফার্নিচার তৈরি করিবে মর্মে বিদ্যালয়ের তিনটি বড়
মেহগনি গাছ কর্তন করে ,যাহার অনুমান মূল্য ১,৪৫,০০০/= টাকা আতœসাৎ করে।
এমন অবস্থায় এক সপ্তাহ পূর্বে উক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের ১৫টি
ইউক্লিপটার্স গাছ কর্তন করিয়া বিক্রি করে, যাহার অনুমান মূল্য ৩২,০০০/=
টাকা এবং অদ্য ২৯-০৯-১৯ইং তারিখে সকাল অনুমান ১০ ঘটিকার সময় উক্ত
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৩টি বড় প্রজাতীর মেহগনির গাছ, যাহার অনুমান মূল্য
৬০,০০০/= টাকা,সর্বমোট ৩,৭০,০০০/= টাকার গাছ কর্তন করায় অভিযোগকারী সহ
এলাকার সচেতন লোকজন উক্ত প্রধান শিক্ষককে উক্ত গাছ কর্তনের বিষয় ও গাছ
কর্তনের অফিস কর্তৃক নিয়ম জানতে চাইলে তিনি উক্ত বিষয়টি বিভিন্নœ ভাবে
ধামাচাপা দিতে থাকে।
প্রধান শিক্ষক বিদ্যালয়ের গাছ গুলি অবৈধ ভাবে কর্তন
করার ফলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ঠ সহ ছাত্রীদের অতি রৌদের কারনে কষ্ট পেতে
হয়।
এ ব্যাপারে প্রশাসনের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment