একুশে মিডিয়া, ক্রীড়া প্রতিবেদন-চট্টগ্রাম:>>>
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধব -১৭)-১৯ এর ইউনিয়ন পর্যায় শেষে গতকাল উপজেলা পর্যায়ে শুরু হলেও বুধবার বালিকাদের প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বালকদের পরাজয়ের চরম প্রতিশোধ নিল আনোয়ারা উপজেলার বালিকারা।
১৮ সেপ্টেম্বর বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পোর্ট শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল একাদশ বনাম কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল একাদশ।
এতে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা মহিলা ফুটবল একাদশকে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা মহিলা ফুটবল একাদশ ৮-০ গোলে বিশাল ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করে।
খেলায় আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার মহিলা ফুটবল একাদশের হয়ে আফসানা,মিলি ৩টি,ফাহিমা সুলতানা ও তানজিনা১টি করে গোল করেন।
উল্লেখ্য যে আনোয়ারা মহিলা ফুটবল একাডেমির ৯ জন খেলোয়াড় আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা একাদশের হয়ে অংশ গ্রহণ করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment