একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক- এম ডি হাফিজুর রহমান
নিঝুম রাতে
নিঝুম রাতে দূরের পথে,
হাটবো আমি একা।
তোমরা সবাই ঘুমিয়ে থাকো,
জাগবো আমি একা।
হাড়িয়ে গেছে জীবন থেকে,
সুখ নামের পাখি।
তাই তো আমি নিঝুম রাতেও,
জুড়াই মোড় আখি।
আখি মেলে খুঁজি তারে,
হাড়িয়েছি আমি যারে।
পাবো কীনা তারে আমি,
জানিনা তা আমি।
তোমরা সবাই সুখেই থাকো,
দুঃখেই থাকি আমি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment