![]() |
এম ডি হাফিজুর রহমান, চলনবিল প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১২ (র্যাব-১২) মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২'র সদস্যরা।
আজ রোববার ২৯ সেপ্টেম্বর র্যাব-১২'র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সিরাজগঞ্জ র্যাব-১২'র কোম্পানী কমান্ডার মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর ০১ঃ৫৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন দিয়ারবৈদ্যনাথ শিয়ালকোল গ্রামস্থ জনৈক মোঃ আঃ মান্নান সূর্য এর বাড়ীতে অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ সদর থানার দিয়ারবৈদ্যনাথ গ্রামের শহিদুল ইসলাম এর স্ত্রী সাজেদা খাতুন (৪২) কে ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব-১২'র সদস্যারা।
আরও জানানো হয়েছে যে, পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment