রাজশাহীতে বেড়াইতে এসে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 September 2019

রাজশাহীতে বেড়াইতে এসে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু


ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে মোঃ সালাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০ দিকে নগরীর কাটাখালি থানাধিন হরিয়ান রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালামের বাড়ি ফরিদপুর ভাঙ্গা থানাধিন পালিহাটি গ্রামের মৃত ইনসান উদ্দিন ব্যপারির ছেলে।কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মতিয়ার জানান, নিহত সালাম নগরীর শিরোইল কলোনীর ২নং গলিতে তার আতœীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলো। তবে কিভাবে হরিয়ান রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়লো তা জানা যায়নি। তদন্ত চলছে সত্যটা বের হয়ে আসবে।
তিনি আরো বলেন, নিহতের নিকট থাকা মুঠো ফোন থেকে একটি নম্বরে ফোন দিয়ে তার বাড়িতে খবর দেয়া হয়েছে। আপাতত নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের (ফরেনসিক বিভাগ) মর্গে প্রেরণ করেছে শিরোইল জিআরপি থানা পুলিশ।
জিআরপি থানার ভারপ্ত কর্মকতা  সাঈদ ইকবাল (ওসি) জানান, নিহতর লশ মর্গে রয়েছে, প্রক্রিয়া শেষ হলে তার নিকটআতœীয়ের কাছে লাশটি হস্তান্তর করা হবে।
এ বিষয়ে জিআরপি থানায় একটি উডি মামলা হবে বলেও জানায়ন পুরিশ কর্মকর্তা।




gcjscMd dmeWf/gcmgcngc

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages