দোহারের জয়পাড়া বাজারে ডাকাতি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 30 September 2019

দোহারের জয়পাড়া বাজারে ডাকাতি


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি :>>>
ঢাকার দোহারের জয়পাড়া বাজারের স্বর্নকার পট্টিতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে বাজারে থাকা পাঁচজন পাহারাদারদের হাত ও পা বেঁধে এঘটনা ঘটান। চার দোকানে থাকা সিন্ধুক ভেঙে প্রায় ৪৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
মসজিদের মাইকে ঘোষণা শুনে পুলিশ ও স্থানীয় জনতা এগিয়ে এলে বোমা বিস্ফোরণ করে স্পিডবোটে করে পালিয়ে যায় ডাকাতদল। রবিবার রাত সোয়া ১টায় উপজেলার জয়পাড়া বাজারের স্বর্ণকার পট্রিতে প্রদীপ পালের মালিকানাধীন পবিত্র অলংকার নিকেতন, হাজী ইসমাইল হোসেনের হাজী অলংকার বিতান, অখিল পালের শশধর অলংকার নিকেতন ও স্বাধীন অলংকার নামে চার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
চার দোকানের সিন্ধুক ভেঙ্গে প্রায় ৪৫ ভরি স্বর্ণ লুট করে নিয়েছে ডাকাত দলেরা। দোহার থানার ওসি সজ্জাদ হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে স্থানীয়রা এগিয়ে আসে। যে কারণে বড় ধরণের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। ডাকাতদল ধরতে কাজ শুরু করেছে পুলিশ।







একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages