ঝিনাইদহের কোটচাঁদপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামা ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 September 2019

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামা ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ




ঝিনাইদহ প্রতিনিধি:>>>

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামা ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলার মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের মাসুদ ও তার ভাগ্নে শফিউল্লাহ’র ছেলে রিয়াদ। শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায় ভিকটিমের স্বামী ও গ্রেফতারকৃত মাসুদ এক সাথে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চাকরি করেন। চলতি মাসের ১২ তারিখে ধর্ষক মাসুদ দেশে আসার সময় ভিকটিমের স্বামী রবিউল ইসলাম তার মেয়ে ও স্ত্রীর জন্য কিছু জিনিসপত্র মাসুদের কাছে পাঠাই ।
১৩ সেপ্টম্বর ওইসব জিনিসপত্র দেয়ার জন্য মাসুদ কোটচাঁদপুর শহরের গাবতলাপাড়ায় ভিকটিমের ভাড়া  বাসায় আসে। এ সময় মামা ভাগ্নে পরিকল্পিতভাবে  রিয়াদকে পাহারায় রেখে মাসুদ ওই গৃহবধূকে ধর্ষণ করে। বিষয়টি সামাজিক ভাবে মিটিয়ে ফেলার জন্য চেষ্টা করে ধর্ষক ও তার পরিবার। কিন্তু ধর্ষিতার পরিবার ন্যায় বিচার না পেয়ে পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করেন। পুলিশ সুপারের নির্দেশে কোটচাঁদপু থানায় ১৯শে সেপ্টেম্বর  ধর্ষণ মামলা  হয়।
বৃহস্পতিবার  কোটচাঁদপুর থানায়  মামলা হওয়ার সাথে সাথে ওই দিন দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে ওসি মাহবুবুল আলম জানান। ২২ শে সেপ্টেম্বর রবিবার কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম ধর্ষণের ঘটনা স্থল  পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে আগামী ২৭শে সেপ্টেম্বর শুক্রবার ধর্ষণ মামলার দুই নম্বর আসামি রিয়াদের বিবাহ অনু্ষ্ঠান হওয়ার কথা থাকায় একটি মহল তাকে ছাড়ানোর জন্য বিশেষ তবদির চালিয়ে যাছ্ছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages