একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-নাজনীন চৌধুরী:
ঝড়ের তান্ডব থেমে গেছে ভাসিয়ে
নিয়েছে হাতের মুঠোয় ভর্তি
একরাশ শ্রাবণ সন্ধ্যা,
গগনে বিরহী চাঁদ নির্লিপ্ত
চোখে তাকিয়ে থাকে অতলে দুমড়ে
পড়েছে আহত পাখির ছানা,
ফুলেরা খসে পড়েছে প্রলয়ঙ্কর ঝড়ে
থেমেছে প্রলয়ের দেবতা প্রকৃতি
মাঝে স্নিগ্ধ লাবণ্য ঢলঢল
মসলিনের আঁচলে ফুল তোলা
সবুজ বুননে কি অপরুপ চিত্র
একেছে নিলিমায়,
ভরা জোছনার
উদাস প্রাণ,
সূর্য তুমি অস্ত যেওনা সময়
এখনো অনেক বাকী
গোধূলি রাঙানো
রক্তিম ঠোঁটে প্রিয়া চুম্বন একে যায়
রাত্রি যাপন হবে অন্ধকার বাতায়নে
সব ছেড়ে যাব,প্রিয়,
সমুখের পথে,
ফেলে দিয়ো ভোরে -গাথা ম্লান মল্লিকা
সেই হবে স্পর্শ তোমার সেই হবে
বিদায়ের নির্মম মন্থর পথ চলা
প্রলয় থেমেছে পাখি নিবাসে
ফিরেছে
কেবল আমিই দিশাহারা
এক পথিক ঠিকানা রেখে যায়নি
বিদায়ের বেলায়,
পরিযায়ী ঠিকানা রাখেনা
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment