যশোরের শার্শার হাড়িখালিতে অস্ত্র ও মাদকসহ আটক ১ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 1 September 2019

যশোরের শার্শার হাড়িখালিতে অস্ত্র ও মাদকসহ আটক ১


জাহিরুল মিলন, যশোর:>>>
যশোরের শার্শা উপজেলার হাড়িখালী নামক স্থান থেকে ১টি ওয়ান শুটারগান, ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুজন (৩৫) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
রবিবার (০১ সেপ্টেম্বর) সকালে তাকে হাড়িখালি নামক স্থান থেকে অস্ত্র ও মাদকসহ আটক করে পুলিশ। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃত সুজন শার্শা থানার কাজিরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।
এই ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি একাধিক মামলার আসামী সুজন ভারত থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেট যশোরের নিয়ে যাবার উদ্দ্যেশে হাড়িখালী নামক স্থানে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই দিপংকর সেখানে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। 
তিনি আরো জানান, তার নামে বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন যাবৎ এলাকা ছাড়া ছিল কিন্তু আবার এলাকায় ফিরে এসে অস্ত্র মাদক ব্যবসা শুরু করেছে। গ্রেপ্তার হওয়া সুজনকে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages