একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-রিনা রহমান:
বৃষ্টিভেজা এই দিনে একগুচ্ছ
কদম হাতে এসেছিলে
ভুলে গেছো সব প্রিয় তুমি!
কাকভেজা শরীরে দাঁড়িয়ে বলেছিলে
আমার আকাশে আছো শুধুই তুমি৷
তোমার চোখে আকাশ দেখি।
বৃষ্টিভেজা এই দিনে একগুচ্ছ
কদম হাতে এসেছিলে
ভুলে গেছো সব প্রিয় তুমি!
কাকভেজা শরীরে দাঁড়িয়ে বলেছিলে
আমার আকাশে আছো শুধুই তুমি৷
তোমার চোখে আকাশ দেখি।
ছিলাম আমি তোমার পৃথিবীতে
ভালোবাসা দিয়ে সুখের ঘর,
সাজিয়েছিলে আমায় নিয়ে
তোমায় বিশ্বাস করেছিলাম অনেক বেশি--------
কিন্তু তুমি তার প্রতিদান দিলে এভাবে!
পেয়ে নীলঞ্জনাকে করলে আমায় পর ৷।
বেঁচে আছি আমি কি করে
সেটা তোমার দেখার বিষয়।ছিলনা....
একবারও ফিরে তাকালে না
তোমাকে ছাড়া কি সুখে আছি!
বিশ্বাস করো প্রিয়
তোমাকে আর মনে পড়ে না
একসাগর কষ্ট বুকে নিয়ে সুখেই আছি৷
তুমি বিশ্বাস করো প্রিয়
এখন আর তোমার কলের অপেক্ষায় থাকি না
তোমার জন্য নয়নের জল আর পড়ে না,
বিশ্বাস করো প্রিয়
তোমাকে আর ভালোবাসতে চাই না
তোমাকে নিয়ে কোন স্বপ্ন আর দেখি না৷
বুকের বামপাশে কোন ব্যাথা
জানো তো!
এখন আর অনুভব করি না
কোনোদিন আর বলতে চাই না ভালোবাসি তোমায়,
তোমার স্মৃতিগুলো এখন আমাকে আর কাঁদায় না
গভীর রাতে এখন আর জেগে থাকিনা
আমি যে ভুলতে শিখেছি তোমায়!!!!!!
তুমি খুশি তো প্রিয়.......
এ সবই তোমায় ভালো রাখার
প্রয়াস......
ভালো থেকো প্রিয়....
সর্বদায়......!!
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment