রাবিতে জন ইতিহাস বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 26 September 2019

রাবিতে জন ইতিহাস বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু


একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগ ও জন ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে ‘কালচার, পিস এন্ড এডুকেশন: ফ্রম দ্যা পারস্পেকটিভ অব পিপলস্ হিস্ট্রি’ শীর্ষক জন ইতিহাস বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) এর চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাটি। অনুষ্ঠানে বক্তব্য দেন জন ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক মেজবাহ কামাল, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মর্ত্তুজা খালেদ, ইন্ডিয়ান ইতিহাস কংগ্রেসের যুগ্ম সম্পাদক অধ্যাপক বোধ প্রকাশ, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আশিষ কুমার দাস ও বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশা ইসলাম নঈম।
সম্মেলনের প্রথম দিনে চারটি প্লিনারি সেশনে দশটি মূল প্রবন্ধ ছাড়াও তেরটি টেকনিক্যাল সেশনে একশতটি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। এই সম্মেলনে জন ইতিহাসসহ সংশ্লিষ্ট বিষয়ে দেশ-বিদেশ থেকে প্রায় দুইশত জন ইতিহাসবিদ, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবী বিশেষজ্ঞগণ অংশ নিচ্ছেন।
জন ইতিহাস চর্চা কেন্দ্রের সদস্য এবং এক্সটার্নাল অ্যাফেয়ারস সেক্রেটারি মনিরা মাসরুরা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবিহা আফরিন বাধনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হক, বাণিজ্য অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. হুমায়ুন কবীরসহ ইতিহাস বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages