ইলিয়াস হুসাইন,
পাবনা প্রতিনিধি:>>>
পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন
অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০টায় ভোট
গ্রহণ শুরু হয়। নির্বাচনে সভাপতি পদে জয়নুল আবেদীন রানা ও সাধারণ সম্পাদক
পদে আবুল কাশেম নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে সভাপতি পদে ২জন, সম্পাদক পদে
২জন এবং সহ-সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ১২
ভোট পেয়ে জয়নুল আবেদীন রানা ( নয়াদিগন্ত) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম
প্রতিদ্বন্দ্বি শ্রী রতন কুমার দাস (সংবাদ) পেয়েছেন ৭ ভোট। অপরদিকে ১০ ভোট
পেয়ে আবুল কাশেম ( করতোয়া ) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বি মানিক মিয়া রানা ( ভোরের কাগজ ) পেয়েছেন ৯ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনসুর আলম খোকন ( খোলা কাগজ) ও জালাল
উদ্দিন ( আমার দেশ)।
অন্যাান্য পদে সবাই বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত
হন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা
যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কদ্দুস। নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন
আলিউল ইসলাম অলি ও আব্দুস।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment