একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে পাঁচশ মেট্রিক টন ইলিশ পাঠাবে
পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন
দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।=
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন,
দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে।=
এটি
রফতানির বিষয় নয়। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন,
পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। এবং কলকাতার বাজারে এই ইলিশ বিক্রি
হবে।=
মন্ত্রণালয় সূত্র জানায়, মূলত ভারতের একটি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশি
ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এসব ইলিশ নিয়ে যাবে। শুধুমাত্র পূজা উপলক্ষে
এই অনুমতি দিয়েছে সরকার।=
একুশে মিডিয়া/এমএসএ=
No comments:
Post a Comment