জাহিরুল
মিলন, যশোর:>>>
যশোরের ঝিকরগাছার বাঁকড়া মহেশপাড়া এলাকায় ২০
গ্রাম গাঁজাসহ আমির আলী (৫০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঁকড়া
তদন্ত কেন্দ্রের পুলিশ।
সোমবার বিকালে তাকে আটক করা হয়।
আটক আমির আলী ঝিকরগাছা মহেশপাড়া গ্রামের মৃত মতলেব সরদারের ছেলে।
পুলিশ
জানায়, আমির আলী গাঁজা বিক্রির জন্য মহেশপাড়ার একটি চায়ের দোকানের সামনে
পাকা রাস্তার ওপর দাড়িয়ে থাকে এমন সময় এসআই নিয়ামুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০
গ্রাম গাঁজা পাওয়া যায়।
এ ব্যাপারে বাঁকড়া
পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি মেজবাহ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,
আটক আমির আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রাতেই ঝিকরগাছা থানায়
প্রেরন করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএমএ
No comments:
Post a Comment