প্রতিবেদক-মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন যাবজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রশিদ আহমদ প্রকাশ সুদি রইশ্যা কে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার এএসআই (নিঃ) বিপ্লব হোসেন ও
সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ দিবাগত রাত্র (২৩ সেপ্টেম্বর) অভিযানে নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইন ১৯৯৫ এর
৬ (১) ধারায় বাঁশখালী থানার ০৮(১০)৯৮ নং মামলার যাবজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী থানাধীন দক্ষিণ সাধনপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে রশিদ আহমদ প্রকাশ সুদি রইশ্যা কে গ্রেপ্তার করতে সক্ষম হন বাঁশখালী পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার একুশে মিডিয়াকে বলেন, থানার কর্মরত এএসআই ও
সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ বিশেষ অভিযানকালে বাঁশখালী থানা
মামলা নং-০৮(১০)৯৮, ধারা- নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান)আইন ১৯৯৫ এর
৬(১) এর যাবজ্জীবন সাজা
প্রাপ্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment