প্রেস ইউনিটির সম্মিলন আগামী ২৭ সেপ্টম্বর - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 26 September 2019

প্রেস ইউনিটির সম্মিলন আগামী ২৭ সেপ্টম্বর



একুশে মিডিয়া, রিপোর্ট:>>>


‘বায়ান্ন প্রেরণা-একাত্তর চেতনা-সকল জাতীয় বীর শ্রদ্ধাজন- আমাদের লক্ষ্য একটাই সুষ্ঠু সংবাদ-সমৃদ্ধ দেশ প্রয়োজন’ কথাকে বুকে লালন করে ২০১০ সালে পথচলা শুরু করে সংবাদকর্মী-অনলাইন এক্টিভিটিস্টদের সংগঠন অনলাইন প্রেস ইউনিটি। প্রেস ইউনিটির দ্বিতীয় জাতীয় সম্মিলন আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টা মুক্তি মিলনায়তনে (মুক্তি ভবন(লিফট-এর ৩) বাংলাদেশ সংবাদ সংস্থা’র বিপরিতে) অনুষ্ঠিত হবে।

‘গণমাধ্যম বিশ¦িবদ্যালয় সংবাদকর্মীদের প্রাণের দাবী...’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনু্িষ্ঠত এ আয়োজনের উদ্বোধন করবেন বরেণ্য সাংবাদিক কাজী রফিক। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক মন্ত্রী এ্যাড. আবদুল মান্নান খান। প্রধান আলোচক থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস। সভাপতিত্ব করবেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী।
উক্ত আয়োজনে দেশের সকল জেলা- উপজেলা থেকে আগ্রহী সংবাদকর্মী-সাহিত্যিক ও অনলাইন এ্যাক্টিভিটিস্টগণ অংশ নিতে পারবেন।দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, দুপুরের খাবার, সনদপত্র, বই, কলম সহ বিভিন্ন উপহার থাকবে বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান সোনিয়া দেওয়ান প্রীতি।
অন্যদিকে অংশ নেয়ার জন্য আহবান জানিয়েছেন- ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, আইয়ুব রানা, ইউসুফ আহমেদ তুহিন,  নাজমুল হাসান, আজগর আলী মানিক, মোহাম্মদ আবদুল অদুদ, শফিউল বারী রাসেল, আনোয়ার হোসাইন ভূঁইয়া, লোকমান হোসাঈন , মিজানুর রশিদ রাসেল মজুমদার,  চন্দন সেনগুপ্ত,    শৈবাল আদিত্য,   ওয়াজেদ রানা, শাহজালাল ভূঁইয়া উজ্জল,     কৌশিক আহমেদ সোহাগ,    সাকিব হাসান, আবদুল্লাহ আল মামুন, দীন ইসলাম প্রমুখ।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages