জাহিরুল
মিলন, যশোর:>>>
যশোর- বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোষ্ট
হতে ইউএস ডলার, টাকা, ইমিটেশন সামগ্রী, মোবাইল ও শাড়ী থ্রি-পিসসহ রাকেশ
নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার
(১১ সেপ্টেম্বর) দুপুরে এ মুুদ্রা ও মালামালসহ শ্যামলী পরিবহনের ( ঢাকা
মেট্রো-ব- ২১৬৪) একটি বাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় নারগরিক
ভারতের উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার ভাসান গাতি গ্রামের গোলাম
মন্ডলের ছেলে।
এই বিষয়ে জানতে চাইলে যশোর ৪৯
বিজিবির অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা বলেন, বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে
ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশি করে সন্দেহভাজন একজনকে
তল্লাশি করে তার জুতার ভিতর থেকে ২৫ হাজার মার্কিন ডলার, ৩৭৭০ বাংলা টাকা
উদ্ধার করা হয়। এ সময় তার নিকট থেকে ১টি মোবাইল সেট, দেড় কেজি ইমিটেশন ও
শাড়ি থ্রিপিছ সহ ভারতীয় পন্য উদ্ধার করা হয়।
জানা
যায়, উদ্ধারকৃত টাকা ও পন্যের মুল্য ২১,৬৬৭৭০ টাকা বলে বিজিবি কর্মকর্তা
জানান। রাকেশ মন্ডল একজন হুন্ডি ব্যবসায়ি তাকে বেনাপোল পোর্ট থানায়
হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment