একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
৫৭তম মহান শিক্ষা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে সংগঠনের নেতারা বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও শিক্ষা ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি বিদ্যমান। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আজ শিকেয় তোলার আয়োজন চলছে। সরকারি দলের ছাত্র সংগঠনের দখলদারিত্ব প্রত্যেকটি ক্যাম্পাসে বিদ্যমান। গবেষণা খাতে বরাদ্দ প্রায় শূন্যের কোঠায়। শিক্ষা বাণিজ্যকে প্রতিটি ধাপে উৎসাহিত করা হচ্ছে।
শিক্ষার ওপর সর্বগ্রাসী আক্রমণ রুখতে হলে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবায়ক জানান বক্তারা।
৫৭তম মহান শিক্ষা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে সংগঠনের নেতারা বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও শিক্ষা ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি বিদ্যমান। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আজ শিকেয় তোলার আয়োজন চলছে। সরকারি দলের ছাত্র সংগঠনের দখলদারিত্ব প্রত্যেকটি ক্যাম্পাসে বিদ্যমান। গবেষণা খাতে বরাদ্দ প্রায় শূন্যের কোঠায়। শিক্ষা বাণিজ্যকে প্রতিটি ধাপে উৎসাহিত করা হচ্ছে।
শিক্ষার ওপর সর্বগ্রাসী আক্রমণ রুখতে হলে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবায়ক জানান বক্তারা।
এসময় ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহবায়ক রিদম শাহরিয়ার, সাধারণ সম্পাদক নাহিন আহমেদ, কেন্দ্রীয় সদস্য সোহরাব হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment