একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-রিনা রহমান:
এক দিন তুমি অঝরে কাঁদবে
আমার কথা ভেবে______
তোমার চোখের জলে নদী হবে,
গান গাইতে ভুলে যাবে,
পাখী চাঁদের আলো থাকবে না সেদিন,
আলো দিবেনা জোনাকিও তোমায়,
অন্ধকারে মিশে যাবে সেদিন তুমি৷
কেউ তোমার চোখের জলদেখবে না
অঝরে কান্না থামবেনা তোমার,
সেদিন,
তুমি ভুলের অনুশোচনা
করবে_________নিজেকেও
শেষ করতে পারবে না৷___
যেদিন আমাকে সাদা বসনে
দেখবে খাটিয়ায় নিজ গন্তব্যে যেতে,
বুঝবে তুমি ঠিকই বুঝবে সেদিন,
আমার ভালোবাসা কতটা খাঁটি ছিল,
কতটা অবহেলা পেয়েছি আমি,
কত দুঃখ চেপে মনে।
আগুনে পুড়বে তুমি
অহর্নিশিসেই আগুন কেউ নিভাতে পারবে না,
আমাকে পেতে খুব ইচ্ছা করবে,
কিন্তু বড্ড দেরী হয়ে যাবেসে
দিন বুঝবে তুমি ঠিকই
বুঝবে তখন তুমি আমাকেই খুঁজবে৷
১৪/০৮/১৯বুধবার১১:৫৫ টা
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment