শাহ্ মখদুম হলে রাকসু নির্বাচন সংলাপ বৃহস্পতিবার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 18 September 2019

শাহ্ মখদুম হলে রাকসু নির্বাচন সংলাপ বৃহস্পতিবার


একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে শাহ্ মখদুম হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ আগামীকাল বৃহস্পতিবার। কাল রাত সাড়ে সাতটায় হলের টিভি রুমে এ সংলাপ অনুষ্ঠিত হবে। রাকসু নির্বাচন কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাহ্ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুর রহমান সংলাপের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে হলের টিভি রুমে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সংলাপ কমিটির সভাপতি ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ইতোমধ্যে রাজনৈতিক ছাত্র সংগঠন ও অরাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে সংলাপ শেষ হয়েছে। পরবর্তীতে হল প্রাধ্যক্ষদের পরামর্শে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানের জন্য হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নেই। এখন পর্যন্ত চারটি হলের শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। হলে সংলাপ শেষে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলেই রাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
এর আগে শহীদ শামসুজ্জোহা হল, মাদার বখ্শ, শহীদ জিয়াউর রহমান এবং রহমতুন্নেসা হলে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages