একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:>>>
‘মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ এই শ্লেগানকে সামনে রেখে হালুয়াঘাট উপজেলায় মীনা দিবস উপলক্ষ্যে র্যালী আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংগ্রহন করেন। র্যালি পরবর্তি আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ ফারুক, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, রতন দাস, সায়মা সুলতানা, গোলাম মোস্তফা খান প্রমূখ।
আলোচনা শেষে মিনা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment